অজানা সিমের নম্বর নিজেই বের করা শিখুন

অজানা সিমের নম্বর বের করার উপায়

অজানা সিমের নম্বর বের করার উপায়

বর্তমান সময় হলো মোবাইল ফোনের। অনেকেই ব্যবহার করছেন একাধিক মোবাইল ফোন। রয়েছে একাধিক সিম কার্ডও। এত সিমের ভিড়ে সবগুলোর নম্বর মনে রাখা বেশ কঠিন। তাই কোনো নম্বার প্রয়োজন হলে কিংবা ব্যালান্স শেষ হয়ে গেলে একাউন্ট রিচার্জের সময় সমস্যায় পড়তে হয়।

তবে এমন ক্ষেত্রেও নম্বর জানার উপায় রয়েছে। একটু কায়দা জানা থাকলে কোনো ঝামেলা এবং অর্থ ব্যয় করা ছাড়াই মোবাইল ফোনের কয়েকটি বাটন চেপে জানা যায় ফোন নম্বর সর্ম্পকে।

এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো ফোন নম্বর ভুলে গেলে কেমন করে তা জানা যায়।

নিচের কোডগুলো ডায়াল করলে সঙ্গে সঙ্গে ফোনের সংযুক্ত থাকা সিমের নম্বরটি ডিসপ্লেতে ভেসে ওঠবে।

টেলিটক অপারেটরের নম্বর থেকে *551# ডায়াল করলে ফোন নম্বরটি প্রদর্শিত হবে।

গ্রামীণফোনের নম্বর হলে *111*8*2# অথবা *2# ডায়াল করেল ফোন নম্বরটি জানা যাবে।

বাংলালিংক নম্বর থেকে *511# ডায়াল করে ফোন নম্বরটি খুঁজে পাওয়া যাবে।

রবির নম্বর দেখতে চাইলে *140*2*4# ডায়াল করতে হবে।

এয়ারটেল নম্বর জানতে হলে *121*6*3# ডায়াল করলে ফোন নম্বরটি দেখা যাবে। 


Previous
Next Post »